
শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও দুস্থদের মাঝে ৩১০টি কম্বল, সাড়ে ৩৮ বান টিন ও ১৪০টি রিক্সা বিতরণ করেন সাংসদ ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ফজলুল করিম, ইউএনও মোঃ মামুনুর রশীদ ভূইয়া, সাবেক জেলা রেজিষ্টার আঃ করিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ এবং উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, পৌর সচিব শহিদুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান প্রমুখ।