লাকসাম প্রতিনিধি :
শৈত্যপ্রবাহ ও কনকনে হিমেল হাওয়ায় বৃহত্তর লাকসামের দু’শতাধিক শিশু ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। এতে ডাক্তারদের চেম্বার ও হাসপাতালে বেড়েছে শিশু রোগী।
এবার শৈত্যপ্রবাহ এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার দু’শতাধিক শিশু নিউমোনিয়া, ব্রংকাইটিস, অ্যাজমা, টনসিল, সাইনোসাইটিস ও ডায়ারিয়া রোগে আক্রান্ত হওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার ৮টি সাব-সেন্টারে শিশু রোগীর সংখ্যা বেড়েছে।
একজন অভিভাবক জানান, সরকারি ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকায় স্বাস্থ্যকেন্দ্রে এসে সেবা না পেয়ে প্রতিদিন অনেক রোগী ফিরে যাচ্ছে। ফলে অভিভাবকরা প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে শিশুদের চিকিত্সাসেবা নিচ্ছেন। তাছাড়া বিরূপ আবহাওয়ার কারণে এলাকার দিনমজুরদের কাজের সঙ্কট ও হতদরিদ্র মানুষের দুর্ভোগও বেড়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...