
গত ২১ জানুয়ারী কুমিল্লার জেলার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজীর উদ্যোগে এক আনন্দ মুখর পরিবেশে বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।ওই উৎসবের উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছূর রহমান আকন্দ।
ওই পিঠা উৎসবে কলেজের ছাত্র ছাত্রীরা প্রায় ৭০ প্রকারের পিঠা প্রদর্শন করেন। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেড,এম মিজানুর রহমান খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুর রহমান, অধ্যক্ষ মোঃ আবু তাহের ও প্রভাষক মোঃ গিয়াস উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।