
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১৩নং নির্বাচনী এলাকায় মোঃ নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে মনোনীত হয়েছেন। এর আগে গত ১৩ জানুয়ারী তিনি মনোনয়ন জমাদেন। ১৭ জানুয়ারী বাছাই শেষে ১৩ নং নির্বাচনী এলাকায় পরিচালক পদে বৈধ একক প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনার প্রদত্ত তালিকায় তার নাম প্রকাশ করা হয়। ওই নির্বাচনী এলাকায় অপর প্রার্থী মোঃ ছাত্তার এর মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়। মোঃ নজরুল ইসলাম চান্দিনা বাজারের একজন বিশিষ্ট ব্যসায়ী।
এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আবদুর রশিদ জানান, ৭টি নির্বাচনী এলাকার মধ্যে ৬টিতেই একক প্রার্থী রয়েছে। শুধু বরুড়া নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী থাকায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।