কুমিল্লায় সচিবালয়ের প্রবেশের স্টীকার এবং জাতীয় পতাকাবাহী গাড়ি তল্লাশী করে পুলিশ ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।জাতীয় পতাকাবাহী গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় জাতীয় পতাকাবাহী গাড়িতে ফেনসিডিল রয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এসআই মোয়াজ্জেম ও এএসআই গোলাম জিলানীর রোববার দিবাগত গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিন থানা পুলিশের একটি টিম উপজেলার সূর্বণপুর সাবেক ইউপি সদস্য ফজল মিয়ার বাড়ীর সামনে অবস্থান নেয়। সচিবালয়ের স্বরাষ্ট মন্ত্রনালয়ের মনোগ্রাম ও জাতীয় পতাকা সম্বলিত প্রাইভেটকার (চট্ট মেট্টো-খ-১১-০৬৮৭)তল্লাশী করতে চাইলে প্রাইভেটকার আরোহীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদর দক্ষিণ থানায় ওই প্রাইভেটকারটি এনে তল্লাশী করে প্রাইভেটকারের পিছনে ও সিটের নীচে লুকানো অবস্থায় ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ সময় পুলিশ ২জন প্রাইভেটকা রের আরোহী ঢাকা লালবাগের তমিজ উদ্দিনের ছেলে আজম (৩৫) ও একই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে ও গাড়ির চালক হারুনুর রশিদ (৩৬ )কে গ্রেফতার করে। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা জাতীয় পতাকা লাগিয়ে ও সচিবালয়ের স্টীকার নিয়ে ওই গাড়িটি কিভাবে মাদকের জন্য ব্যবহার করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে সদর দক্ষিণ থানার ওসি মোঃ ফরহাদ জানান গ্রেফতারকৃত চালকের স্ত্রী সোমবার দুপুরে থানায় এসে জানিয়েছেন ওই গাড়িটি মন্ত্রনালয়ের,তবে কোন মন্ত্রনালয়ের এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...