স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ২৯৩টি স্বাস্থ্য সহকারী পদের জন্য ৮৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার রাতে স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো কার্ড ইস্যু করা হবে না বলে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সমীর কান্তি সরকার জানিয়েছেন।
গত ১ জানুয়ারি স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় শেষ পর্যন্ত ১৩ হাজার ৩২৮ জন অংশ গ্রহণ করে। এর আগে ১৬ হাজার ৬০৪জন প্রার্থীর নামে জেলা স্বাস্থ্য বিভাগ ইন্টারভিউ কার্ড পাঠায়। আবেদন জমা দিয়েছিল ১৮ হাজার ১৩৫জন প্রার্থী। যাচাই বাছাইয়ে ১ হাজার ৫২১টি আবেদন বাতিল হয়ে যায়। কুমিল-ার ১২টি কেন্দ্রে প্রার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
সিভিল সার্জন জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিজ দায়িত্বে তার কার্যালয় থেকে মৌখিক পরীক্ষার সময়স-চি সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আবেদন পত্রের সাথে প্রদত্ত সকল সার্টিফিকেট ও কাগজ পত্রের ম-ল কপি এবং জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...