দেবিদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার বারেরা বাস ষ্টেশন থেকে সোমবার বিকেলে একটি প্রাইভেটকার ও ৮০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, দেবিদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর এলাকার বারেরা বাস ষ্টেশনে একটি প্রাইভেটকার তল্লাসি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গাড়ীর ড্রাইভারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং আটক করা হয় ওই ঢাকা মেট্রো-খ ১১-৩২৮৬ নম্বরের প্রাইভেটকারটি। গ্রেফতারকৃতরা হলো- রূপগঞ্জ থানার গাউছিয়া গ্রামের সায়েদ আলীর ছেলে মিলন (৪০), গ্রেফতারকৃত মিলনের স্ত্রী রহিমা আক্তার (৩০), আড়াই হাজার থানার বালিয়াপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে আলম (৩০) এবং রূপগঞ্জ থানার ইন্দপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে জামাল (২২)।ওই দিন রাতেই তাদের বিরোদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...