
লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় সেরা ৫ জনের একজন কুমিল্লার মেয়ে ইশানা। অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে এসেছে ইশানা, এখন তার নিরন্তর চেষ্টা যেন চুড়ান্ত লড়াইয়ে সে মুকট জয় করে নিয়ে আসতে পারে। বিচারকদের ইতিবাচক মন্তব্যে সে আশান্বিত হলেও দর্শক ভোটের উপর নির্ভর করবে ইশানার অবস্থান।
কুমিল্লা শহরের মনোহরপুরে তাদের সংস্কৃতিমনা পরিবার। মা নীলিমা ইসলাম শিক্ষা জীবনে ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়েছিলেন। তিনি গান করতেন। বাবা মাহবুব আলম খান পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনিও এক সময় বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ছোট ভাই আজহার নামকরা ক্রিকেটার ছিলেন , সন্ত্রাসীদের হাতে তাকে অকালে প্রাণ দিতে হয়েছে। কুমিল্লাবাসীর ভোটই (এস. এম. এস ) পারে ইশানাকে শীর্ষে পৌঁছে দিতে। সে বৃহত্তর কুমিলার সকলের কাছে দোয়া ও ভোট চেয়েছে। আগামী বুধবার বিকেল ৫টার মধ্যে ISHANA (ইশানা) লিখে ৩৪৫৬ নম্বরে এসএমএস করতে ইশানা সকলের নিকট অনুরোধ করেছেন।