
“মাদকে না বলো” এই শ্লোগানকে সামনে রেখে সরকারের মাদক বিরোধী বিশেষ প্রদক্ষেপকে সফল করতে দেবিদ্বার উপজেলা পরিষদের উদ্যোগে মাদক বিরোধী ১৫ দিনের এক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে, তারই ধারা বাহিকতায় সোমবার বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এক শপদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা মা বাবা ও শিক্ষককে অবহেলা করবোনা, তাদের কথামত চলবো, লেখা পড়া শিখে আমরা মানুষের মত মানুষ হবো এবং কোন দিন মাদককে স্পর্শ করবনা বলে অনুষ্ঠানে অতিথিদের সাথে ছাত্ররা দৃপ্ত কন্ঠে শপদ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আঃ রাজ্জাক সরকার, সিনিয়র শিক্ষক আব্দুল মন্নান, জামাল মোঃ কবির, আঃ সবুর, মফিজুল ইসলাম, সফিকুল হক মোল্লা, হাবিবা আক্তার খাতুন, লায়লা পাভীন, মোঃ মোশারফ হোনেস প্রমুখ।

জানা যায়, অনুষ্ঠানের অংশ বিশেষ আজ (১৯ডিসেম্বর)দেবিদ্বারের সকল এনজিও এবং সামাজিক সংগঠন গুলোর সমন্বয়ে নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচীকে সফল করতে বিশেষ অভিযানও চালানো হবে। অপর দিকে মাদক বিরোধী ওই কর্মসূচীকে সফল করতে দেবিদ্বার থানা পুলিশও বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল, ৩০ বোতল হুইস্কী ও একটি প্রাইভেটকার সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।