কুমিল্লা প্রতিনিধি :
শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ১০ টায় কুমিল্লার ৩৩ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর সদস্যরা কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে। আটককৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে বিডিআর সূত্রে জানাগেছে।
বিডিআর জানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ৩৩ রাইফেলস’র একটি টহল দল সদর উপজেলার সীমান্তবর্তী বিবির বাজার এলাকায় ওৎ পেতে থেকে এক চোরাকারবারীকে ধাওয়া করলে সে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিডিআর ওই ব্যাগ তলাশী করে তা থেকে ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...