
শুক্রবার বিকেলে ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদের পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুস সালাম, পৌর জামায়াতের আমীর মনিরুল আলম পাঠান, ইসলামী ছাত্র শিবির কুমিল্লা (উত্তর) জেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুল আলম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
সমাবেশের আগে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।