স্টাফ রিপোর্টার :
বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপির নেতারা বলেছেন, এ চুক্তি জনগণের স্বার্থে হয়নি। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আজ (বুধবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন। সমাবেশে দেলোয়ার আরো বলেন, ভারতের সহায়তার কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগ এখন তাদের ঋণ পরিশোধ করছে। তিনি বলেন, সরকার ক্ষমতায় বসে এখন পর্যন্ত জনস্বার্থে কোন পদক্ষেপ নেয়নি। ভারতের সঙ্গে বন্দি বিনিময় করবে। তাদের দেশ থেকে বিদ্যুৎ আনবে। নিজেরা বিদ্যুৎ উৎপাদন না করে এই বাজার ভারতে দেয়ার তীব্র সমালোচনা করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, তিস্তা নদীর পানিবণ্টন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় না করে প্রধানমন্ত্রী ভারতের জন্য যেসব সুবিধা আছে তা দিতে চুক্তি আর সমঝোতা সই করছে।তিনি বলেন, ‘আপাতত আপনার (হাসিনা) সফর থেকে বাংলাদেশ কোন লাভ অর্জন করতে পেরেছে তা আমরা দেখতে পাচ্ছি না।’
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...