স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এ সফরে যেসব চুক্তি হয়েছে, তা দেশের জন্য কল্যাণকর হবে না। আজ মঙ্গলবার বিকেলে পল্টনে বিএনপির অঙ্গসংগঠনের কালো দিবস পালন কর্মসূচিতে অংশ নিয়ে খোন্দকার দেলোয়ার অভিযোগ করে বলেন, এসব চুক্তিতে দেশ ও জাতির স্বার্থ রক্ষিত হয়নি । তিনি বলেন, তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ নেই। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি , শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...