
শনিবার দুপুরে দেবিদ্বার সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সেচ যন্ত্র স্থাপনে আগ্রহী কৃষকদের সাথে মতবিনিময় ও কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ভূইয়া, কুমিল্লা বিএডিসি সেচ এর সিনিয়র প্রকৌশলী আব্দুর রাজ্জাক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সফি উল্লাহ মৃধা, সেচ যন্ত্র মালিক মোঃ গিয়াস উদ্দিন ফকির ও কৃষক কবিরুল ইসলাম প্রমুখ। পরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়।