স্টাফ রিপোর্টার :
ঢাকায় পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও অনুপ চেটিয়ার বৈঠক নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বিএনপি মহাসচিব শনিবার সাংবাদিকদের বলেন, “তার মতো একজন ব্যক্তির এ রকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ ধরনের হালকা কথা তার বলা উচিত নয়।”
তিনি ওই ‘বৈঠকের’ খবর নাকচ করে এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ থাকলে তা জনগণের সামনে তুলে ধরার জন্যও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়েছেন।
আশরাফ শুক্রবার এক অনুষ্ঠানে বলেছিলেন, “বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরকালে কারাবন্দি উলফা নেতা অনুপ চেটিয়ার দেড় ঘণ্টার একটি বৈঠক হয়েছিলো।”
অনুপ চেটিয়া ১০ বছর ধরে বাংলাদেশে কারাবন্দি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...