
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে দেবিদ্বার উপজেলা মিলনায়তনে শিক্ষা কমিটি কর্তৃক প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার, র্যালী, বিনামূল্যে বই বিতরণ ও শিক্ষা মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ মোঃ ইকবাল মনসুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভানেত্রী হালিমা আক্তার, ৫ম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান শিফা প্রমুখ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, ওসি মোঃ জাহেদুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের কার্যাক্রমের উদ্বোধন করেন।