দেবিদ্বার প্রতিনিধি :
বুধবার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর ইসলামিয়া আলীম মাদ্রাসায় স্থানীয় বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বিদেশ ফাউন্ডেশনের (আমেরিকা) সহায়তায় দিনব্যাপী বিনা মূল্যে চক্ষ শিবির,ঔষধ বিতরণ ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদেশ ফাউন্ডেশনের সি.ও সোহেল আহম্মদ চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ গোলাম কবির, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মিজানুর রহমান, ডাঃ সাকিল, মাদ্রাসার অধ্যক্ষ আঃ সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্ধু উন্নয়ন সংস্থার সহসভাপতি সেবা খোরশেদ, উপদেষ্টা মোশাররফ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। ওই চক্ষু শিবির অনুষ্ঠানে ৩ শতাধিক লোকের মাঝে ঔষধ বিতরণ,চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...