নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির নারানদিয়া গ্রামে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৪টি ঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৩টায় নারানদিয়া গ্রামের বশির আহম্মদ মজুমদারের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে মুহূর্তেই পার্শ্ববর্তী ৬টি পরিবারের ১৪টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে অন্তত ১ কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...