হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার ও শনিবার বিকালে হোমনার কড়িকান্দি ইভা কিন্ডারগার্টেন মাঠে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সাবেক মন্ত্রী এমকে আনোয়ার প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর সম্পর্কে বলেন, সেখানে গিয়ে এমন কোনো চুক্তি করে আসবেন না, যাতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়। তিনি ’৭৪ সালের ফারাক্কা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে আরও বলেন, ভারত পরীক্ষামূকভাবে ফারাক্কা বাঁধ চালু করেছিল। তারা চুক্তি ভঙ্গ করে সেই বাঁধ ২৫ বছর পার হলেও বন্ধ করেনি। এছাড়া ভারত বেরুবাড়ির বিনিময়ে তিনবিঘা করিডোর ফিরিয়ে দেয়ার চুক্তিও লঙ্ঘন করেছে। এখন আবার টিপাইমুখ বাঁধ দিতে চাচ্ছে। তাতে বর্তমান আওয়ামী লীগ সরকারও রাজি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...