কুমিল্লাওয়েব ডেস্ক :
বুধবার ভোররাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে পাবনা শহরের অনন্ত রোডের মেসার্স আমজাদ অয়েল মিলের গমবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীরা ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে বেঁধে ট্রাকটি নিয়ে চম্পট দেয়।
পুলিশ জানায়, চট্টগাম থেকে গম বোঝাই করে পাবনা শহরের অনন্ত রোডের মেসার্স আমজাদ অয়েল মিলের একটি ট্রাক কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে পৌছলে পেছন থেকে একটি মাইক্রোবাসে ৭-৮ জনের সশস্ত্র সন্ত্রাসী ট্রাকের ড্রাইভার ও হেলপারকে রশি দিয়ে বেঁধে ট্রাকটি নিয়ে চম্পট দেয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...