কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল চলাকালে স্থানীয় পৌর ছাত্রলীগ নেতা মোঃ রুবেল (২৫) স্থানীয় ছাত্রদলের কর্মীদের ছুরিকাঘাতে মারাত্বক আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টায় ওই ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান ছাত্রলীগ নেতা রুবেলকে ছাত্রদলের একটি গ্রুপ ডেকে নিয়ে ওই মাদ্রাসার সামনে ছুরি ও রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করলে তার শরীর থেকে নাড়ি-ভুড়ি বেরিয়ে যায়। স্থানীয় লোকজন রাতেই তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করে। ডাক্তারা জানান এখনো সে আশংকামুক্ত নয়, দেড় ঘন্টা তার শরীরে অস্ত্রপচার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রুবেলের বাবা আবুল হাসেম বাদী হয়ে ছাত্রদল কর্মী রফিক, সুজন, কাজল, রনি এবং রাসেলকে অভিযুক্ত করে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...