বিশেষ প্রতিনিধি :
মঙ্গলবার বিকেলে প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার ১৬ উপজেলা থেকে ৭২ হাজার ৬১২ জন পরীক্ষার্থী বিভিন্ন বিভাগে উত্তীর্ন হয়েছে। গড় পাশের হার শতকরা ৯০.৫১ ভাগ।
ফলাফল প্রকাশের পর বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমল কুমার বড়–য়া সাংবাদিকদের জানান কুমিল্লা জেলা থেকে এ বছর ৮০ হাজার ২২৮ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে প্রথম বিভাগে ২৭ হাজার ৪৭৩ জন, দ্বিতীয় বিভাগে ২৮ হাজার ৬২১ জন এবং তৃতীয় বিভাগে ১৬ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে। ফেল করেছে ১৭ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী। শতকরা ৯৬ .৭৯ জন পরীক্ষার্থী পাশ করে শীর্ষে রয়েছে আদর্শ সদর উপজেলা এবং পাশের তালিকায় সর্ব নিন্ম পর্যায়ে রয়েছে মনোহরগঞ্জ উপজেলা,সেখানে গড় পাশের হার শতকরা ৭৭.৯৮ ভাগ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...