কুমিল্লাওয়েব ডেস্ক :
কোপেনহেগেন জলবায়ু সম্মেলন একটি ‘যৌক্তিক সমাপ্তিতে’ পৌঁছানোর সাফল্য অর্জন করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শেখ হাসিনা বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর বেশিরভাগ উদ্বেগের বিষয় বিবেচনায় নিয়ে একটি ঐকমত্য হয়েছে। কিছু বিষয় আছে যা আগামীতে চূড়ান্ত হবে।”
শনিবার ডেনমার্কের প্রতিবেশী সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে তিনি এ অভিমত দেন বলে সরকারী এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য বিপদ এবং তা মোকাবেলায় নিজস্ব তহবিল গঠনসহ বিভিন্ন প্রস্তুতি তুলে ধরেন।
কোপেনহেগেন সম্মেলনে উষ্ণতা বৃদ্ধি ও কার্বন হ্রাসের মাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রধান কয়েকটি শিল্পায়িত ও উঠতি শিল্পায়িত দেশ সমঝোতামূলক খসড়ার ব্যাপারে একমত হয়। তবে অনেক ক্ষুদ্র ও দরিদ্র দেশ সম্মেলনের প্রাপ্তি নিয়ে হতাশা ব্যক্ত করেছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...