মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা থেকে:
কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে শেষ হয়েছে। চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়, ইলিয়টগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং নিমসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১টি কিন্ডার গার্টেনের কেজি শ্রেণী থেকে কেজি ফাইভ শ্রেণী পর্যন্ত মোট ১১৩১ জন পরীক্ষার্থী এতে অংশ গ্রহণ করে। চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫৬৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। পরীক্ষার সময় কেন্দ্রের বাইরে অভিভাবকদের লক্ষণীয় ভিড় দেখাগেছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন বরকইট উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের। চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক আবদুল মালেক কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন।
চান্দিনা অনির্বান কিন্ডার গার্টেন এর প্রিন্সিপাল ও এসোসিয়েশন নেতা মোঃ জয়নাল আবেদীন জানান, এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...