মুরাদনগর প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গনছায়া সমাজ সেবা সংসদের ২০ বছর পুর্তি অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় স্থানীয় রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ সোহেল। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক প্রফেসর আব্দুল ওয়াদুদ সরকার, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনির হোসেন মোল্লা ও ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল লতিফ। মাষ্টার মনির হোসেন খানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল, ব্যবসায়ী শাহজাহান সরকার, আব্দুল কুদ্দুস, জালাল উদ্দিন, সংগঠনের সহসভাপতি খন্দকার শরীফ ও সাধারন সম্পাদক কামাল হোসেন সরকার প্রমুখ। রাতে মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যাক লোকজনের আগমন ঘটে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...