মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা থেকে:
চান্দিনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পার্টি’র নেতা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফর রেজা খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমরান মুন্সী, ছাদেকুর রহমান, জাহাঙ্গীর আলম, মাসুম খাঁন, কাওছার আহমেদ, দেলোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথি এডভোকেট লুৎফর রেজা খোকন তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক শেখ মুজিবুর রহমান এর কীর্তি অনস্বীকার্য। শেখ মুজিবুর রহমান জন্ম না নিলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এসময় তিনি জাতীয় পার্টিকে শক্তিশালী করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...