বুড়িচং প্রতিনিধিঃ
শুক্রবার দিবাগত গভীর রাতে বিডিআর জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম বাজার এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ২টি শপিং ব্যাগ থেকে এক কোটি টাকা মূল্যের ১কেজি হেরোইন উদ্ধার করেছে বলে বিডিআর সূত্রে জানাগেছে।
জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে ৩৩ রাইফেল ব্যাটালিয়ন’র সংকুচাইল বিওপির সুবেদার আবদুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাত সোয়া ১২টায় কুমিল্লা- বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম বাজারে সালদানদী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুটি ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানাগেছে। তবে ওই অভিযানের সময় বিডিআর কাউকে আটক করতে পারেনি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...