মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় বক্তারা যুদ্ধাপরাধিদের বিচারের ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতেও দাবি জানিয়েছেন তারা। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে চান্দিনাস্থ কার্যালয়ে বর্ধিত সভায় বক্তারা এসব দাবি জানান।
বর্ধিত সভায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি সারোয়ার মোর্শেদ জাস্টিজ, ধর্ম বিষয়ক সম্পাদক আমীরুল ইসলাম, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সহ-সভাপতি মামুনুর রশিদ সরকার, এনামূল হাসান রিপন, জসিম উদ্দিন লিটন প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...