সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা থেকেঃ
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে কুমিল্লায় উদীচী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে সোমবার বিকালে এক পদযাত্রা বের হয়। ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ কর, গোলাম আযম-নিজামী যুদ্ধাপরাধীদের বিচার চাই, শ্লোগানে কুমিল্লা প্রেস ক্লাব থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক ডাঃ উত্তম কুমার, সাংস্কৃতিক জোটের মেজবা আলম চৌধুরী পাভেল, যুব ইউনিয়নের আলী মর্তুজা মাসুমসহ ছাত্র ইউনয়নের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিজয়ের দ্বার প্রান্তে ১৯৭১ সালের ১৪ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে ধ্বংসের অপচেষ্টাকারী যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবী জানান।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...