
কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা, কমিটির সভাপতি উপাধ্যক্ষ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক কাজী গোলাম সারওয়ার, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা হেদায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক এএমএম মুজিবুর রহমান, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও কমিটির সদস্য তাহেরা আক্তার খানম রুবি প্রমুখ। র্যালিতে রহিমপুর হেজাজীয়া এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা অংশ নেয়।