সাগর, দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা সদরের পর এবার দেবিদ্বার উপজেলা সদরে সোমবার দুপুরে অভিনব কায়দায় টেন্ডার সন্ত্রাসের ঘটনা ঘটেছে। পৌরসভার তিনটি সিএনজি বেবী টেক্সী ষ্টেশনের ইজারার টেন্ডার জমা প্রদানে সময় টেন্ডার বাক্সে পানি ঢেলে দিয়ে কথিত দু’ ছাত্রলীগ সমর্থক ক্যাডার টেন্ডার সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে।
জানা যায়, ওই দিন সকাল থেকেই পৌরসভার অস্থায়ী কার্যালয় দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী গণ পাঠাগারে রক্ষিত দরপত্র বাক্সে পৌর এলাকার নিউ মার্কেট, চান্দিনা রোড,পান্নারপুল এলাকার সিএনজি বেবী ট্রেক্সী ষ্টেশন ইজারার সিডিউল জমা দিতে স্থানীয় ঠিকাদাররা উপস্থিত হয়। টেন্ডার কমিটির একাধিক সদস্য জানান দুপুর ১২ টায় মনির ও রবিউলাহ নামের দুই ছাত্রলীগ সমর্থক ক্যাডার সেখানে প্রবেশ করে জোরপূর্বক টেন্ডার বাক্সে কলসী দিয়ে পানি ঢেলে দেয়। পরে জমাকৃত টেন্ডার বাতিলের উদ্দেশ্যে বাহিরে ওই গ্রুপটি নাটকীয়ভাবে কয়েকটি সিডিউল ছিড়ে ফেলে পুনঃদরপত্র আহবানের চেষ্টা চালায়। এর আগে রোববার রাতভর ক্ষমতাশীনদলের নেতাকর্মীরা ওই ৩টি ষ্টেশনের ইজারা নীতে সমঝোতা করার চেষ্টা করেও ব্যার্থ হয়। ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের এস.আই কবির জানান অতর্কিতভাবে ওই দু’যুবক সেখানে উপস্থিত হয়ে পানি ঢেলে দেয়। তবে প্রত্যদর্শীরা জানান পানি ঢালার পর অভিযুক্ত যুবকরা থানা পুলিশের সামনেই ঘুরাফেরা করলেও রহস্যজনক কারনে তাদের আটক করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মামুনুর রশীদ ভূইয়া জানান, দরপত্র বাক্সে পানি ফেলার কারনে জমা দেয়া দরপত্রের কোন ক্ষতি না হলেও সরকারী কাজে বাঁধা প্রদানের এহেন ঘৃন্য অপচেষ্টাকারীদের বিরুদ্ধে পৌর সচিব শহীদুল ইসলাম বাদী হয়ে রাতে থানায় মামলা দায়ের করেছেন।
Check Also
দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...