চান্দিনা প্রতিনিধি:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বুধবার (২ নভেম্বর) বিকেলে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত এবং অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছে।
জানা যায়, ঢাকাগামী একটি পাজারো জিপ যান্ত্রিক সমস্যার কারনে মহাসড়কের পাশে দাঁড় করানোর সময় একই দিক থেকে আসা একটি মাইক্রোবাস জিপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহীবাস ওই জিপ গাড়ি ও মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।এতে নিহত হয় জিপ গাড়ির ২ যাত্রী জিমি আক্তার (৩৫) ও চালক শরীফ (৩৪)। ওই দুর্ঘটনায় মারাত্বক আহত বিল্লাল হোসেন (৪৯), মনোয়ারা বেগম (৩৫), রিতা (১৬) কে আশংকাজনক অবস্থায় কুমেক হাসপাতালে এবং অপর আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহত ও নিহতদের বাড়ি ঢাকার কেরানিগঞ্জে। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকার কেরানীগঞ্জ যাচ্ছিল বলে নিহতের আত্বীয়রা জানিয়েছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...