হোমনা প্রতিনিধি : এলিভেটিং সোসাইটি থ্রু স্কিল ডেভেলপমেন্ট (ইএসএসডি ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আয়োজনে সম্প্রতি কুমিল্লার হোমনা উপজেলায় রেহানা মজিদ মহিলা কলেজে জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেহানা মজিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদ, ইএসএসডি’র চেয়ারম্যান এবং স্টামফোর্ড ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ হারুন রশীদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইএসএসডি’র এক্সিকিউটিভ ডিরেক্টর মাজেদা রশিদ শিরিন এবং কনসালটেন্ট এ কে এম জাহাঙ্গীর আলম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিচালক ড. মজিবুর রহমান ও স্টামফোর্ড কলেজের ইংরেজি বিভাগের উপদেষ্টা মোঃ ফজলুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...