
পুলিশ জানায় ওই গ্রামের আঃ গফুরের পুত্র দুলাল সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি, খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে একই গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার কিংবা হত্যার কারন নিশ্চিত করতে পারেনি।