বুড়িচংয়ে বিএনপির তোড়ন ভাংচুর

burichong
বুড়িচং প্রতিনিধি : কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা বিএনপির সন্মেলন উপলক্ষে তৈরি করা তোড়ন ভাংচুর করেছে একই দলের নেতাকর্মীরা। আভ্যন্তরীন কোন্দলের জের ধরে সোমবার দুপুরে কুমিল্লা-বুড়িচং সড়কের ভরাসার বাজারে তৈরি করা ওই তোড়ন ভাংচুর করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায় আগামী ১১ নভেম্বর বুড়িচং উপজেলা বিএনপির সন্মেলন উপলক্ষে ভরাসার বাজারে তৈরি করা ওই তোড়ন দুপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে সন্ধ্যায় বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস.আই মহিউদ্দিন জানান বিএনপির আভ্যন্তরীন কোন্দলের কারনে তাদের দলীয় লোকজনই ওই তোড়ন ভেঙ্গে ফেলে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ দিকে এ ঘটনায় বিএনপির দুগ্রুপে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...