দেবিদ্বার এস.এ সরকারি কলেজে স্নাতক পরক্ষায় পাশের হার শতভাগ
দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজের কৃতি ছাত্রদের সাথে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী। ছবি-কুমিল্লাওয়েবদেবিদ্বার প্রতিনিধি : কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের শিক্ষার্থীরা সদ্য প্রকাশিত স্নাতক (পাশ) পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। জানা যায়, বি.এ, বি.এস.সি, বি.কম, বি.এস.এস শাখার ৪২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বি.কম-এর ছাত্র রাজিব হুমায়ন ৮৬২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণীতে ১জন, দ্বিতীয় শ্রেণীতে ৩৪ জন এবং তৃতীয় শ্রেনীতে ৭ জন উত্তীর্ণ হয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আজম জানান, শিক্ষকদের প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়োমিত ক্লাশে উপস্থিতি ও অধ্যয়ণের কারনে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।