কুমিল্লা প্রতিনিধি : ফটো সাংবাদিক কাজী শামীমের ওপর কারারীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কুমিল্লার সাংবাদিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের রীরা বুধবার কর্মরত অবস্থায় দৈনিক আমাদের কুমিল্লার ফটো সাংবাদিক কাজী শামীমকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসকাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। বক্তব্য রাখেন ড. আলী হোসেন চৌধুরী, খায়রুল আহসান মানিক, সৈয়দ নুরুর রহমান, মাসুক আলতাফ চৌধুরী, গোলাম কিবরিয়া, আবুল কাশেম হৃদয়, গাজীউল হক সোহাগ, সাইয়িদ মাসুদ পারভেজ প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...