
জানা যায় সম্প্রতি কুমিলা জেলা প্রশাসক মোঃ আবদুল মালেক ওই ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় জনমনে তা বেশ প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক দেবিদ্বার উপজেলাবাসীর সমস্যা তথা অভিযোগের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে সপ্তাহের প্রতি সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যার কথা তিনি শুনবেন। কোন গুরুত্বপূর্ণ সরকারি কাজের জন্য ওই দিন উপজেলা নির্বাহী অফিসারের ওই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হলে পর দিন মঙ্গলবার একই সময়ে তা সম্পন্ন করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। তিনি আরো জানান সরকারি প্রতিটি কর্মদিবসেই অফিস চলাকালীন সময়ে জনগণের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে তবে জনগণের সুবিধার্থে সপ্তাহের একটি দিন নির্ধারিত করে দেয়া হয়েছে।