
স্থানীয়রা জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মুরাদনগর থেকে দমকল বাহিনীর একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সম হলেও ততনে ওই ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের ব্যবসায়ী রাজিব চন্দ্র নাথ, আবু কাউছার, মাহবুব আলম সরকার, সরু খলিফা, বাসু মিয়া, হানিফ মিয়া, হুমায়ুন ভূইয়া ও আমির হোসেনের ৮টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এদিকে খবর পেয়ে সোমবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করে তিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার ব্যাপরে পদেেপর আশ্বাস প্রদান করেন।