পাঠের জন্য আনন্দ… অথবা আনন্দের জন্য পাঠ…

অনেক আগে একটা লেখা পড়েছিলাম। লেখকের নাম মনে নেই এই মুহূর্তে। তবে লেখার শিরোনামটা মনে আছে- রিডিং ফর প্লেজার।
লেখক জানিয়েছেন এই পৃথিবীতে তিন রকম পাঠক আছেন।
১. যিনি জানার জন্য পড়েন
২. যিনি আনন্দের জন্য পড়েন
৩. যিনি অন্যকে বলার জন্য পড়েন।

আসলেই কি তাই? এই যে আমরা এতো এতো পড়ি তা আসলে কেন? কিসের জন্য? একটি মিথ্যে প্রবাদ আছে- জানার তো ভাই শেষ নাই/ জানার চেষ্টা বৃথা তাই।
না, এটা ঠিক নয়, জানার শেষ নেই বলে আমরা শিখবো না, তা হতে পারে না। বরং আরও বেশি করে শিখবো। কেন শিখবো, কেন জানবো এটা একেক জনের কাছে একেক রকম। তবে সবাই কম-বেশি জেনে আনন্দিত হয়, এটা ঠিক।

সুতরাং সবাইকে আনন্দের ভুবনে স্বাগতম !

Check Also

রেলওয়ের সেবার মান বৃদ্ধি করা প্রয়োজন

  —মো. আলা উদ্দিন গত ২০১২ সালের ১ অক্টোবর থেকে বাংলাদেশ রেলওয়ে পরিবহনে ৫০ শতাংশ ...