
দেবিদ্বার প্রতিনিধি : দেবিদ্বার উপজেলার স্থানীয় আরপি হাই স্কুল খেলার মাঠে শনিবার বিকেলে শুরু হয়েছে টিভিকাপ ফুটবল টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম, কুমিল্লা (উঃ) জেলা মহিলা আ’লীগের সভানেত্রী শিরিন সফি, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম ওমানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সেক্রেটারী বাবুল হোসেন রাজু, সেচ্ছা সেবক লীগের সেক্রেটারী আব্দুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম শামীম প্রমুখ। টুর্নামেন্ট কমিটির সভাপতি ময়নাল হোসেন ভিপি জানান, যথাক্রমে দেবিদ্বার, মুরাদনগর ও বি.পাড়া উপজেলার ১৬টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় জগন্নাতপুর ফুটবল একাদশ ট্রাইবেকারে দেবিদ্বার অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ ফুটবল একাদশকে পরাজিত করে।