
মুরাদনগর প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ৩৮তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকলে পরে তা ট্রাইব্রেকারে গড়ায়। উক্ত খেলায় বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন জাহাপুর কে.কে একাডেমী স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক আবুল কাশেম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ার বেগম লোনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সমিতির সম্পাদক ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী গোলাম সারওয়ার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএমএম মুজিবুর রহমান, যুগ্ন সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ পারুল, ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ, মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মিয়া, মুরাদনগর প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শরীর চর্চা শিক্ষিকা নিলুফা ইয়াছমিন ও ইয়াছমিন আক্তার প্রমুখ।