
আজ ২৭ আগস্ট, ২০০৯ কুমিল্লাওয়েব ডট কম সাইটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো। কুমিল্লাওয়েব ডট কম মূলত কুমিল্লা জেলার ইতিহাস-ঐতিহ্য, সংবাদ, অতীত-বর্তমানসহ যাবতীয় কিছু তুলে ধরবে। পাশাপাশি জাতীয় ভিত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কুমিল্লাওয়েব ডট কম।
উল্লেখ্য, কুমিল্লাওয়েব ডট কম পরিচালনা করছেন এক ঝাঁক উদীয়মান পরিশ্রমী তরুণ। তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কুমিল্লা জেলার খ্যাতিমান এবং বিখ্যাত মানুষদের পাশাপাশি সাধারণ জনগণও।
কুমিল্লাওয়েব ডট কম পরিচালনাকারী উদীয়মান তরুণরা মনে করেন, চিন্তা-চেতনার বিকাশমান ধারা অব্যাহত রেখে একটি ভঙ্গুর সমাজ বদলে সুন্দর-শান্তিময় পরিবেশ তৈরি করা সম্ভব।
তাদের আরও বিশ্বাস, সবার আন্তরিক প্রচেষ্টায়-ই সুন্দর এবং তথ্যবহুল একটি জ্ঞানভাণ্ডার গড়ে তোলা সম্ভব এই ভার্চুয়াল অনলাইন জগতে।
পাঠকের চাহিদানুসারে প্রতিনিয়ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করা হবে কুমিল্লাওয়েব ডট কম সাইটটিকে।
সবাইকে স্বাগতম !!!