BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
332424

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরকারপ্রধান বঙ্গভবনে পৌঁছলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপ্রধান।

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী ১৫-১৬ এপ্রিল সৌদি আরবে ‘গালফ শিল্ড-ওয়ান’ শীর্ষক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠান ও কুচকাওয়াজে অংশগ্রহণ, ১৭-২২ এপ্রিল যুক্তরাজ্যে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন, ২৬-১৮ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন ২০১৮ সম্মেলন’, ২৫-২৬ মে ভারতের পশ্চিমবঙ্গ এবং ৮-১১ জুন কানাডার কেবেকে জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

দুজনের সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য জানিয়েছেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

5657567

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার কবলে খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর : ছাত্রদলকর্মী নিহত

দাউদকান্দি প্রতিনিধি :– কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ ...