BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / ছবি সংবাদ / ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম এ অংশ নিতে নৌ প্রধানের ইরান গমন
CNS PP

৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম এ অংশ নিতে নৌ প্রধানের ইরান গমন

 

নিজস্ব প্রতিবেদকঃ-
ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল শনিবার ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
আজ ২২ এপ্রিল হতে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনে আইওএনএস এর সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করছে। সফরকালে নৌপ্রধান উক্ত সম্মেলনের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল ডঃ হোসেইন খানজান্দি এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সহকারী প্রধান ভাইস এডমিরাল হিরোশী ইয়ামামুরা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উক্ত সফরে স্বস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন।

Check Also

DEBIDWAR(COMILLA) PIC.JPG;- F.P'R PROSOB POROBORTI KORONIO KORMOSALA-18.04.18 (3)

দেবিদ্বারে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

দেবিদ্বার প্রতিনিধিঃ– প্রসব পরবর্তী সময়ে মা ও নবজাতকের সেবা, পুষ্টি ও করনীয় সর্ম্পকে সচেতনতা সৃষ্টি ...