BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / কুমিল্লা জেলা / লাকসামে বিএনপির ১০ ইউপির কমিটি গঠন
bnp

লাকসামে বিএনপির ১০ ইউপির কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি :–

কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ১০টি ইউপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কালাম ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নুর হোসেন এসব কমিটির অনুমোদন দেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দুপুরে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত কমিটিতে উপজেলার বাকই উত্তরে হাফেজ মো. আনোয়ার, বাকই দক্ষিণে মো. রফিকুল ইসলাম, মুদাফফরগঞ্জ উত্তরে কাজী আবদুর রশিদ, মুদাফফরগঞ্জ দক্ষিণে মো. সিরাজুল ইসলাম, কান্দিরপাড় উত্তরে মাস্টার মো. মোস্তফা কামাল, কান্দিরপাড় দক্ষিণে আলহাজ মো. নুর হোসেন।

এছাড়া গোবিন্দপুরে মো. আজহারুল হক খোকা, উত্তরদায় মো. আহসান উল্লাহ, আজগরায় মো. আবদুল জলিল ও লাকসাম (পূর্ব) নরপাটিতে মো. ইব্রাহিম খলিলকে আহ্বায়ক করে এসব স্থানে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Check Also

Muradnagar=23-03-19=

করিমপুর মাদরাসায় বোখারী শরীফের খতম ও দোয়া

মো. হাবিবুর রহমান :– কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ মাদরাসায় ১৪৪০ ...