BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / চাঁদপুর জেলা / যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি
BNP

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :–
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে হবে। যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। দলে কেউ বিভেদ সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যেসব অঙ্গ সংগঠন বা ইউনিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অচিরেই তা নতুনভাবে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করা হবে।

শুক্রবার শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির সকল যুগ্ন আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, বিভিন্ন উপজেলা, পৌর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপ্রধানে ও যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম উল্ল্যা সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম এ মতিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি আলহাজ রাশেদা বেগম হীরা, সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুল হামিদ মাষ্টার প্রমুখ।

Check Also

image-78890

লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি’র সাবেক এমপি আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপি’র সাবেক এমপি এটিএম আলমগীর জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার জাতীয় ...