BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / কুমিল্লা জেলা / রোটারী ক্লাব অব নাঙ্গলকোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা
Nangalkot News Pic

রোটারী ক্লাব অব নাঙ্গলকোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা

 

মো. আলাউদ্দিন :–
রোটারী ক্লাব অব নাঙ্গলকোট (প্রস্তাবিত) গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন- রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর প্রেসিডেন্ট আবুল হোসেন ছোটন, সাবেক প্রেসিডেন্ট বাবু চিত্ত রঞ্চন ভৌমিক ও এরিয়া অ্যাসিটেন্ট গভর্নর সফিকুল ইসলাম শামীম। স্বাগত বক্তব্য রাখেন, ব্যবসায়ী আবদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহ মোঃ খোরশেদ আলম মজুমদার, খন্দকার মোঃ সহিদ, প্রফেসর শাহজাহান, সাইফুল ইসলাম পাটোয়ায়ী, সালেহা আক্তার পলি। সভা শেষে জেলা নেতৃবৃন্দ প্রস্তাবিত নাঙ্গলকোট ক্লাবের সদস্যদের হাতে সদস্য ফরম তুলে দেন।

Check Also

debidwer (Comilla) fire pic-24.03.2019

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...