BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / কুমিল্লা জেলা / ক. কুমিল্লা সদর / রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পাশ
web logo

রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পাশ

নিজস্ব প্রতিবেদক :–
এবছর প্রকাশিত এসএসসি পরীক্ষায় রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশের ধারাবহিকতা এবারও অক্ষুন্ন রেখেছে। কুমিল্লা শহরতলী ৩নং দক্ষিণ দুর্গ্পাুর ইউনিয়নের রাজাপুরে অবস্থিত এ স্কুল গত কয়েক বছর ধরেই শতবাগ পাশের গৌরব অর্জণ করে আসছে। এবছর রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২জন জিপিএ-৫ অর্জন করে। জিপিএ-এ অর্জন করে ২০ জন শিক্ষার্থী। জিপিএ মায়নাস পায় ১৩ জন,জিপিএ ‘বি’ পায় ২জন এবং ‘সি’ পায় ১ জন শিক্ষার্থী।
স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের মনোযোগের কারণে এ ফল হয়েছে। ভবিষ্যতে ফল আরো ভাল হবে ।

Check Also

debidwer (Comilla) fire pic-24.03.2019

দেবিদ্বারে অগ্নিকান্ডে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেবিদ্বার প্রতিনিধিঃ– কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৫টি ...