BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Home / প্রচ্ছদ / কুমিল্লা জেলা / কুমিল্লা বিশ্ববিদ্যালয় / কুবি সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠান পালিত
cou

কুবি সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠান পালিত

মো শরীফুল ইসলাম,কুবি :–
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠান পালতি হয়েছে। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকালে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,শিক্ষক-শিক্ষার্থীসহ কুবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কুবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ রবিউল হক রবির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাস, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর মোঃ আইনুল হক, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড.মোঃ আহসান উল্যাহ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তোমরা সাংবাদিকরা বস্তু নিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতির কাছে তুলে ধরার চেষ্টা করবে।
আলোচনা সভা শেষে কুবি সংবাদিক সমিতির প্রকাশনায় স্মারক গ্রন্থ প্রত্যুষের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
উল্লেখ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। গত বছর প্রথম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়।

Check Also

Akhaura press club pic

আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আখাউড়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাত আটটায় ...